English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:২২

ব্যাট হাতে ভাইকিংসের রাজত্ব

নিজস্ব প্রতিবেদক
ব্যাট হাতে ভাইকিংসের রাজত্ব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে ড্যারেন স্যামির-সাব্বিরের রাজশাহী কিংস তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ১৬ ওভারে ১১৬ রান ৩ উইকেট হারিয়ে।

অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছে-তামিম ইকবাল ও আনামুল হক বিজয়।

গ্রুপ পর্বের দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে চিটাগং আর রাজশাহী। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারলেও শেষ ম্যাচে গেইলের সংযোজনে আরও শক্তিশালী চিটাগংকে হারানোয় দারুণ আত্মবিশ্বাসী রাজশাহী। তাই এবারও তাদের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন দলটির অধিনায়ক ড্যারেন স্যামি।

গতবারের চেয়ে এবার বেশ ভালো করেছে চিটাগাং। হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। দল এমন দৃঢ়তা দেখানোয় দারুণ খুশি অধিনায়ক তামিম।

এদিকে ফাইনালে খেলতে হলে এখন প্রতি ম্যাচেই জিততে হবে দুই দলকে। তবে এই মুহূর্তে ফাইনাল থেকে আজকের ম্যাচ নিয়েই বেশি চিন্তা দুই দলের।