English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ০১:১৯

বিপিএলের প্লে-অফে সন্ধ্যায় ঢাকার মুখোমুখি খুলনা

অনলাইন ডেস্ক
বিপিএলের প্লে-অফে সন্ধ্যায় ঢাকার মুখোমুখি খুলনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ৪৮ ম্যাচের প্রাথমিক পর্ব শেষে চারটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। প্লে-অফ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পয়েন্ট টেবিলের অবস্থান অনুসারে।

লিগে ১২ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। সমান সংখ্য ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইটান্স। অপরদিকে ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং ভাইকিংস আর চতুর্থ স্থানে রাজশাহী কিংস ।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথম স্থানে থাকা ঢাকা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনার মুখোমুখি হবে। তার আগে এলিমিনেটর ম্যাচে তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা রাজশাহী কিংসের।

এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। এই ম্যাচে হেরে যাওয়া দলটির সঙ্গে খেলা পড়বে এলিমিনেটরে মুখোমুখি রাজশাহী-চট্টগ্রামের মধ্যে বিজয়ী দলের। সেই ম্যাচে যারা জিতবে, তারা যাবে ফাইনালে।

প্লে-অফের সময়সূচি:

৬ ডিসেম্বর এলিমিনেটর চিটাগং-রাজশাহী দুপুর ১টা ৬ ডিসেম্বর কোয়ালিফায়ার-১ ঢাকা-খুলনা সন্ধ্যা ৫.৪৫টা ৭ ডিসেম্বর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৫.৪৫টা

আগামী ৯ ডিসেম্বর পর্দা নামবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরের। ফাইনাল - সন্ধ্যা ৬.১৫টা।