English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৬ ১১:১২

কুমিল্লাকে নয় মাশরাফিকে হারানো আনন্দদায়ক!

অনলাইন ডেস্ক
কুমিল্লাকে নয় মাশরাফিকে হারানো আনন্দদায়ক!

খেলোয়াড় মাশরাফির চেয়ে অধিনায়ক মাশরাফি আরও বেশি ধারালো। গত আসরে সাদামাটা দল নিয়েও কুমিল্লাকে শিরোপা এনে দিয়েছিলেন। মঙ্গলবার সেই কুমিল্লার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল তামিমের চিটাগং ভাইকিংস।

প্রথম ম্যাচে কুমিল্লাকে ২৯ রানে উড়িয়ে দিয়ে যারপনাই আনন্দিত দলটির অধিনায়ক তামিম ইকবাল। তবে তার খুশিটা কুমিল্লাকে হারানোতে নয়, মাশরাফিকে হারিয়েছেন বলেই এমন আনন্দিত তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘কুমিল্লাকে হারানো আনন্দদায়ক না, মাশরাফিকে হারানোটা আনন্দের। আমার আর উনার (মাশরাফি) সম্পর্কে সবাই জানে। আজকের রাতটা অন্তত ভালো যাবে!’

 

মাশরাফির ওভারের দ্বিতীয় বলেই মিড অনের উপর দিয়ে টুর্নামেন্টের প্রথম চারটি মারেন তামিম ইকবাল। মাশরাফিকে প্যানিক করে দিতেই এমন পরিকল্পনা করেছিলেন তামিম, ‘মাশরাফি ভাইয়ের বল নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম। তারও নিশ্চয়ই আমাকে নিয়ে পরিকল্পনা ছিল। আমি একটা বিষয় জানি, উনি যদি একবার ভালো শুরু পান তাহলে ব্যাটসম্যানকে চেপে ধরেন। আর ওনাকে শুরুতে চেপে ধরা গেলে উনি একটু ব্যাকফুটে চলে যান। আমি মারতে গিয়ে ওটায় হয়তো আউটও হয়ে যেতে পারতাম। আমি এই ঝুঁকিটা নিয়েছিলাম।’

গত আসরে বড় বাজেটের দল গড়েও সাফল্য পায়নি চিটাগং ভাইকিংস। এবারও কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে তারা। তাই শুরুটা ভালো করার প্রত্যাশা ছিল চিটাগং শিবিরে। গতবারের প্রসঙ্গে টেনে তামিম বলেছেন, ‘গতবার আমরা খুব ভালো শুরু পাইনি। অনেকগুলো ক্লোজ ম্যাচও হেরেছি। এ বছর আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা প্রথম ম্যাচটি জিতেছি। হার-জিত যাই হোক প্রক্রিয়াগুলো ঠিকমতো মাঠে রাখাটাই আমাদের চ্যালেঞ্জ। সেটা হলে হারলেও কোনও সমস্যা নেই।’