English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১৮

হকিতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
হকিতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকির বাছাই পর্বের প্রথম দিনেই ভারতকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৫-৪ গোলের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

ক্রিকেট, ফুটবল বা হকিতে দু’দেশের জাতীয় দলের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে বয়স ভিত্তিক পর্যায়ে কোনো খেলাতে সেই ব্যবধানটা সেভাবে থাকে না। যুব হকিতেও সেটাই দেখা গেল।

লাল সবুজের পাঁচ গোলের চারটিই তরুণ খেলোয়ার আশরাফুল ইসলামের। চার গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে দেখা গেল আক্রমণাত্মক মেজাজে।

খেলার তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার নষ্ট করেন আরশাদ। শুরু থেকেই ভারতকে চাপে রেখে ১৬ মিনিটে এসে গেল প্রথম গোল। পেনাল্টি কর্নারে রাব্বির পুশে আশরাফুল ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ। ২০ মিনিটে ধারমিন্দর সিং পেনাল্টি স্ট্রোকে সমতা ফেরান ১-১।

২৫ মিনিটে কনজেংবামসের ফিল্ড গোলে ভারত এগিয়ে যায়। ৩০ মিনিটে আবারও আশরাফুল পেনাল্টি কর্নারে। খেলার ফলাফল দাঁড়ায় ২-২। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নারেই হ্যাটট্রিক পূর্ণ আশরাফুলের। ম্যাচের নাটকীয়তা এখানেই শেষ নয়।

৪৯ মিনিটে হার্দিক সিং করলেন ৩-৩। এরপর রাব্বি ৫০ মিনিটে ৪-৩ করলে গোটা স্টেডিয়াম উল্লাসে নেচে ওঠে। ৫২ মিনিটে ভারতের দিলপিত সিং ৪-৪ করলে আরও জমে ওঠে ম্যাচ। শেষ মুহূর্তে খেলার জয়সূচক গোলটি আসে ৬১ মিনিটে। নায়ক সেই আশরাফুল।

উল্লেখ্য, ২০০৪ সালে ঢাকায় অনূর্ধ্ব-২১ চ্যালেঞ্জ কাপে এই ভারতকে হারিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।