English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০২

শুভ জন্মদিন মোস্তাফিজ

অনলাইন ডেস্ক
শুভ জন্মদিন মোস্তাফিজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ প্রতিভা `দ্য ফিজ` কিংবা `কাটার মাস্টার` খ্যাত মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের এই তরুণ তারকা।

সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের এই ক্রিকেটার বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম দুই ম্যাচেই এগারোটি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড, খুলনা বিভাগের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে আইপিএলে খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ -তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন তিনি।

মোস্তাফিজের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে এক ফেসবুক পোস্টে বিডিক্রিকটিম বলে, `শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক, অপার সম্ভাবনাময়ী তরুণ প্রতিভাবান এ পেসারের আজ ২১ তম জন্মদিন। কাটার-মাস্টারের আগামী দিনগুলোর জন্য অনেক-অনেক বেশি দোয়া ও শুভ কামনা রইলো।

আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন এই তরুণ ক্রিকেটার। সম্প্রতি মোস্তাফিজের কাঁধে অস্ত্রপচার হয়েছে। এজন্য বিশ্রামে রয়েছেন তিনি।