English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৩:৫৯

ওয়াসিমকে ছাড়িয়ে গেল স্টেইন

অনলাইন ডেস্ক
ওয়াসিমকে ছাড়িয়ে গেল স্টেইন

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন ডেল স্টেইন। সেঞ্চুরিয়ন টেস্টে কাল ৪০০ রান তাড়া করতে নেমে স্টেইনের বোলিং তোপে ১৯৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচে ৮ উইকেট নেন স্টেইন।

এ ৮ উইকেট নিয়ে এখন ৮৪ টেস্টে স্টেইনের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪১৬টি। ১০৪ টেস্টে ৪১৪ উইকেট পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিমের। সেঞ্চুরিয়নে মিচেল স্যান্টনারের উইকেটটি নিয়ে ওয়াসিমকে ছাড়িয়ে যান স্টেইন।

টেস্ট ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে স্টেইনের চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র ৬ জনের। ফাস্ট বোলার ও স্পিনার মিলিয়ে সংখ্যাটা ১০।

আর মাত্র ৬ উইকেট পেলেই দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন স্টেইন। ১০৮ ম্যাচে ৪২১ উইকেট নিয়ে রেকর্ডটি দখলে রেখেছেন শন পোলক।