English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১১:২৬

‘মেসির খেলা নির্ভর করছে চোটের উন্নতির ওপর’

অনলাইন ডেস্ক
‘মেসির খেলা নির্ভর করছে চোটের উন্নতির ওপর’

ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো। পায়ের মাংশপেশির চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবে না স্ট্রাইকার।

আর্জেন্টিনার ধাক্কার শেষটা এখানেই নয়। লিওনেল মেসিরও খেলা নিয়ে এখন শঙ্কা। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচ শেষে জানা গেছে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি।

সোমবার বার্সেলোনা এক বিবৃতিতে মেসির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আর্জেন্টিনার সবচেয়ে সেরা তারকা জাতীয় দলে যোগ দেবেন বলে জানিয়েছে তারা। কিন্তু মেসির খেলা নির্ভর করছে চোটের উন্নতির ওপর।

আগামী ২ সেপ্টেম্বর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ এদগার্দো বাউজার সঙ্গে আলোচনা করে আবারো জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।