English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১৪:০০

বাংলাদেশের সহজ জয়

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সহজ জয়

এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের বাছাইপর্বের ফুটবলের শুরুতেই জয় পেল বাংলাদেশ। শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই গ্রুপের ইরানকে ৩-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ।

ঘরের মাঠে শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লেন কৃষ্ণা-মার্জিয়ারা। খেলার শুরু থেকে শেষ পযন্ত মাঠের খেলায় ইরানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ।

প্রথমার্ধে অন্তত পাঁচ-ছয়টি গোলের সুযোগ নষ্ট হলেও দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল হয়েছে তিনটি। গোল তিনটি করেছেন মার্জিয়া (৬৩ মিনিট), মৌসুমী (৬৬ মিনিট) ও তহুরা (৮৬ মিনিট)।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশি মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে মেয়েদের দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার। ওই ম্যাচে সিঙ্গাপুরকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কৃষ্ণা-মার্জিয়া-তহুরারা।