English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১৩:৪২

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

ফ্লোরিডায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়। ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত।

রোহিত শর্মা আর লোকেশ রাহুলের ব্যাটিং দৃঢ়তায় জয়ের দ্বারপ্রান্তে তখন ধোনিরা। শেষ দুই ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৪ রান। হাতে ৭ উইকেট। ক্রিজে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। আর আছেন লোকেশ রাহুল। আইপিএলে দারুণ বোলিং করা আন্দ্রে রাসেল ১৯তম ওভারে বল হাতে আসেন। তার ওভারে ধোনি ও রাহুল মিলে ১৬ রান নেন। জয়টা তখন ভারতের হাতের নাগালে। কারণ, জয়ের জন্য শেষ ৬ বলে তাদের প্রয়োজন ৮ রান। বল হাতে আসেন ডোয়াইন ব্রাভো। তাকে খেলতে ধোনি ও রাহুলের বেশ বেগ পেতে হচ্ছিল। তার পাঁচ বলে কোনোমতে ৬ রান নিলেন ধোনি ও রাহুল। জয়ের জন্য শেষ বলে ২ রান প্রয়োজন। স্ট্রাইকে ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ধোনি। ব্রাভো বেশ সময় নেন শেষ বলটি করতে। সামান্য উঁচু হয়ে আসা বলটি ধোনি স্লাইস করে ২ রান নিতে চেয়েছিলেন। কিন্তু তার প্লেসমেন্ট ভালো হয়নি। বল চলে যায় থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা স্যামুয়েলসের হাতে। এবং বলটি ঠাণ্ডা মাথায় তালুবন্দি করেন। ম্যাচসেরা নির্বাচিত হন লিউইস। সংক্ষিপ্ত স্কোর- ওয়েস্ট ইন্ডিজ : ২৪৫/২০ (লিউইস ১০০, চার্লস ৭৯; বুমরাহ ৪-০-৪৭-২) ভারত : ২৪৪/২০ (রাহুল ১১০*, রোহিত ৬২; ব্রাভো ৪-০-৩৭-২ ), ফল : ওয়েস্ট ইন্ডিজ ১ রানে জয়ী, ম্যাচসেরা : এভিন লিউইস (ওয়েস্ট ইন্ডিজ), সিরিজ : ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে।