English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১৬:১৭

বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড

বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কুক-মরগানরা। এর আগে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলতে পারে টাইগাররা।

বিসিবি সূত্রে এমনটিই জানা গেছে। বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আমরা কয়েকটি দলের সঙ্গে কথা বলছি। ইংল্যান্ড সিরিজের আগে দুই-তিনটা ওয়ানডে খেলার চেষ্টা করছি। এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে দুই বা তিনটি ম্যাচ খেলার জন্য যেকোন দল আসতে পারে। তবে কারা আসছে এখনও নিশ্চিত নয়।’

তবে জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। আফগান দলটিও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।