English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১০:৫২

মাস্টার্স ক্রিকেট কার্নিভালে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার!

অনলাইন ডেস্ক
মাস্টার্স ক্রিকেট কার্নিভালে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার!

টুর্নামেন্ট শুরুর আগেই প্রশ্নের মুখে পড়লো সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’।

মঙ্গলবার (২৩ আগস্ট) মিরপুরে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে রেনেসা গ্রুপ ‘রাজশাহী মাস্টার্স’ দল টানে বাংলাদেশের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার শরিফুল হক প্লাবনকে।

জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ায় ২০১২ সালের ৪ সেপ্টেম্বর বিসিবি আজীবন নিষিদ্ধ করে এ ক্রিকেটারকে।

এ বিষয়ে জানতে চাইলে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের অন্যতম আয়োজক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এটা আসলে বিসিবির কোনো টুর্নামেন্ট নয়। আমরা এভাবে চিন্তা করে দেখিনি। তারপরও আমরা বিসিবির কাছে জানতে চাইবো। সবকিছু জেনেই ঠিক করবো তাকে রাখা হবে, নাকি রাখা হবে না।’

মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের দলে মেন্টর ও অধিনায়কসহ ছয়জন করে ক্রিকেটার আগে থেকে নির্ধারণ করে রাখে আয়োজকরা। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ৯ জন করে প্লেয়ার দলে টেনেছে দলগুলো।ে

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ফাইনাল হবে মিরপুরে। ফাইনালের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।