English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৬ ০৯:২৬

২০০ মিটারেও সোনা জিতলেন বোল্ট

অনলাইন ডেস্ক
২০০ মিটারেও সোনা জিতলেন বোল্ট

রিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন আগেই, এবার ২০০ মিটারেও সোনা জিতলেন জ্যামাইকার গতি দানব। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ২০০ মিটার ইভেন্টে সবার আগে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বোল্টের লেগেছে ১৯.৭৮ সেকেন্ড।

এ নিয়ে অলিম্পিকে মোট ৮টি সোনা জিতলেন বোল্ট। ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণপদক দখলে নিয়েছিলেন তিনি। রিও অলিম্পিকেও তার ঝুলিতে জমা পড়লো আরো দুটি স্বর্ণ পদক।

আজকের ২০০ মিটারে রৌপ্য জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রেস। তিনি সময় নিয়েছেন ২০.০২ সেকেন্ড। আর তৃতীয় স্থান অধিকারকারী ফ্রান্সের ক্রিস্টোফার লেমেত্রি। তিনি সময় নিয়েছেন ২০.১২ সেকেন্ডে।

 

চলমান আসরের সামনের ইভেন্টটিতেও (৪*১০০ মিটার রিলে) নিজেকে উজাড় করে দিয়ে সোনা জিততে চাইবেন বোল্ট। সেটা করতে পারলে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ জয়ের কীর্তি গড়বেন বোল্ট।

কোনো অঘটন না ঘটলে তা বাস্তবে রূপ দেয়া সময়ের ব্যাপার জ্যামাইকান কিংবদন্তীর জন্য। আর ১০০ মিটার জয়ের পর বোল্ট কিন্তু বলেছিলেন, দৌড়ের লড়াইয়ে `অমরত্ব অর্জন` করতে চান তিনি।