English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৪:৫০

ঘরের মাঠেই ব্রাজিল ট্রফি ছোঁবে

অনলাইন ডেস্ক
ঘরের মাঠেই ব্রাজিল ট্রফি ছোঁবে

১৯৫২ সাল থেকে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়া ব্রাজিল প্রতিবারই হতাশা সঙ্গী করে ফিরেছে। ব্রাজিলের দীর্ঘ এই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ হয়ে এসেছে এবারের রিও অলিম্পিক। ঘরের মাঠে অনুষ্ঠিত অলিম্পিকে ব্রাজিল এখন ট্রফি ছোঁয়া দূরত্বে।

বুধবার (১৭ আগস্ট) হন্ডুরাসকে হারিয়ে ফাইনালে উঠে গেছে নেইমাররা। শনিবার (২০ আগস্ট) ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ জার্মানি।

ব্রাজিলের এবারের অলিম্পিকের শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করার পর তো গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় নেইমারের দল।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ব্রাজিলকে জিততেই হতো। বাঁচা-মরার সেই ম্যাচ দিয়েই ব্রাজিলের ঘুরে দাঁড়ানো শুরু।  ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। আর সেমিতে হন্ডুরাসকে নিয়ে তো একরকম ছেলেখেলাই করেছে স্বাগতিকরা।

যেখানে আসল ‘নেতা’র মতোই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন নেইমার।

১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালের পর এবার নিয়ে চতুর্থবার অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠল ব্রাজিল। ২০১২ লন্ডন অলিম্পিকে ফেবারিট হয়েও ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে। সেই দলেও ছিলেন নেইমার। ম্যাচ শেষে হতাশায় লন্ডনের বিখ্যাত ওয়েম্বলির ঘাসে নেইমারের শুয়ে পড়ার দৃশ্য হয়তো এখনো ব্রাজিল সমর্থকদের চোখে ভাসে!