English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ১২:২৩

কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

অনলাইন ডেস্ক
কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করলো নেইমার বাহিনী ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ সেরা আটের লড়াইয়ে নামে স্বাগতিক ব্রাজিল।

৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে গোল দুটি করেন নিয়মিত দলপতি নেইমার এবং লুয়ান।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনার ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন নেইমার ও লুয়ান। খেলা শুরুর ১২ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। এবারের আসরে এটাই নেইমারের প্রথম গোল।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর শুরুতেই লিড দ্বিগুণ করার সুযোগ মিস করে স্বাগতিকরা। এর কয়েক মিনিট পরে ব্রাজিলিয়ান রদ্রিগো কায়োর হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক বোনিলা।

৮৩ মিনিটে লুয়ানের গোলে স্কোর লাইন ২-০ করে ব্রাজিল। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড লুয়ান। আগামী বুধবার সেমি-ফাইনালে ওঠা হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে হন্ডুরাস।