English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ২৩:২৩

বাসায় ফিরেছেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
বাসায় ফিরেছেন মুস্তাফিজ

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করা হয়। এর ঠিক দুদিন পর আজ ক্রোমওয়েল হাসপাতাল ছেড়েছেন তিনি।  

তবে দেশে ফিরতে মুস্তাফিজের আর একটু সময় লাগবে তার।  ফারুক হোসেন নামে তার এক বন্ধু হাসপাতালে তাকে দেখাশুনা করেছেন ।  হাসপাতাল থেকে মুস্তাফিজ এজিএম সাব্বিরের বাসায় যান। সেখানে মুস্তাফিজকে আতিথ্য দেন তিনি।

সার্জন অ্যান্ড্রু ওয়ালাক সকালে মুস্তাফিজকে দেখে ছাড়পত্র দিয়েছেন। মুস্তাফিজ ভালো আছে বলেও জানান তিনি।  সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

আগামী বুধবার আবার ডাক্তারকে দেখিয়ে মুস্তাফিজ দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে অস্ত্রোপচারের আগে অ্যান্ড্রু ওয়ালেস জানিয়েছেন, মুস্তাফিজ নেটে ফিরতে পারবেন ১২ সপ্তাহের মধ্যে। তার মানে তিন মাস।  তারপর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে লাগবে আরো কিছুদিন।