English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ০২:৩৩

‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট-ওয়ানডে জিততে চাই’

অনলাইন ডেস্ক
‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট-ওয়ানডে জিততে চাই’

দেশে ফিরে ইংল্যান্ড সফরের বিষয়ে সাকিব আল হাসান বলেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিততে চাই। আর এটা শুধু আমি নই, পুরো দলই চায়।

শুক্রবার (১২ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে দেশে ফিরে সাকিব এ কথা বলেন।

তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। বাংলাদেশ এখন শক্তিশালী একটা দল। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। ওয়ানডের পাশাপাশি টেস্টেও জেতা সম্ভব। আর সিরিজ জেতার চেষ্টাই থাকবে আমাদের।

ইংল্যান্ডের বিপক্ষে অবশ্যই আমাদের ওয়ানডে সিরিজ জেতা উচিত। টেস্টেও আমাদের জেতার সামর্থ্য আছে। দুই ম্যাচ টেস্ট সিরিজে অবশ্যই চেষ্টা করব একটি জিততে ও একটিতে ড্র করতে।

ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দল বাংলাদেশে আসবে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা বোর্ডকে তাদের সিদ্ধান্ত জানাবে। এরপর বোর্ড সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কিনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফর নিয়ে আশাবাদী। আশাবাদী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।