English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ০২:২১

বাছাই পর্বে বিদায় শিরীন

অনলাইন ডেস্ক
বাছাই পর্বে বিদায় শিরীন

বাংলাদেশি ট্রাক এন্ড ফিল্ডের অ্যাথলেট শিরীন আক্তারের সেরা টাইমিং ১১.৯৯ সেকেন্ড। ফেব্রুয়ারিতে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে এই টাইমিংটি করেছিলেন শিরীন। রিও অলিম্পিকে তার লক্ষ্য ছিল নিজের সেরা টাইমিংটা করা। কিন্তু সেটা তিনি করতে পারেননি। নিজের সেরা টাইমিংটা করতে পারলে প্রাথমিক রাউন্ড পেরিয়ে চূড়ান্ত পর্বে সুযোগ পেতে পারতেন। কারণ, মেয়েদের ১০০ মিটার দৌড়ের প্রাথমিক রাউন্ডের প্রথম হিটে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন সিয়েরা লিওনের হাফসাতু কামারা। আর ফিজির সিসিলা সিভেলা ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে হিটে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে লড়াইয়ের টিকিট পেয়েছেন। বাংলাদেশের শিরীন আক্তার ১২.৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রাথমিক বাছাইপর্বে পঞ্চম হয়েছেন। তবে শুক্রবার শুরুটা ভালোই করেছিলেন শিরীন। প্রথম ১৫-২০ মিটার তিনিই সবার সামনে ছিলেন। কিন্তু এরপর আস্তে আস্তে পিছিয়ে পড়েন।

একে একে তাকে পেছনে ফেলে আরো চারজন। ফলে বাছাইপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় শিরীন আক্তারের।