English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ০২:১৪

ছিটকে পড়েন সাঁতারু সোনিয়া

অনলাইন ডেস্ক
ছিটকে পড়েন সাঁতারু সোনিয়া

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নেন বাংলাদেশি সাঁতারু সোনিয়া আক্তার। তিনি তৃতীয় হিটে অংশ নিয়ে ২৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। কিন্তু হিটে তৃতীয় হয়েও পরবর্তী রাউন্ডে যেতে পারেননি। কারণ, ১২টি হিট থেকে মোট ১৬ জন পরবর্তী রাউন্ডের টিকিট পেয়েছেন। আর যারা টিকেট পেয়েছেন তাদের টাইমিং ২৪.২৩ থেকে ২৪.৮২ সেকেন্ডের মধ্যে।

তাদের টাইমিং থেকে বলতে গেলে বেশ দূরে বাংলাদেশের সোনিয়া আক্তার। মোট ৮৮ জন সাঁতারু হিটে অংশ নেন। তার মধ্যে সোনিয়া আক্তার ২৯.৯৯ সেকেন্ড টাইমিং নিয়ে ৬৯তম হয়েছেন।