English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৫:১০

মাদারিপুরে বিবাহিত-অবিবাহিতদের মধ্যে হাডুডু

অনলাইন ডেস্ক
মাদারিপুরে বিবাহিত-অবিবাহিতদের মধ্যে হাডুডু

মাদারিপুর জেলার কুনিয়া ইউনিয়নের হুগলী গ্রামের সরকারী প্রাথমীক বিদ্যালয়ে পাশে বালু মাঠে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল ৬টায় বিবাহিত আর অবিবাহিত দুটি দল নিয়ে শুরু হয় বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু।

প্রতিটি দেশের একটি জাতীয় খেলা থাকে। আমাদের জাতীয় খেলা হাডুডু। কিন্তু কালক্রমে এই খেলার কদর হারিয়ে যেতে বসেছে। কাবাডি বাংলার অন্যতম জনপ্রিয় খেলা। বর্তমানে হাডুডু আন্তর্জাতিক ভাবেও খেলা হয়। এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের ছেলেরা খেলে থাকে।

সাধারণত বিশেষ উৎসব ছাড়া কাবাডি খেলার আযয়োজন করা হয় না। কিন্তু হুগলী গ্রামে কোন বিশেষ আয়োজন ছাড়াই ৫নং ওয়ার্ডের মেম্বার মো. শাহাবদ্দিন আহম্মেদ গ্রামের মানুষকে আনন্দ দিতে আয়োজন করেছেন এ হাডুডু খেলা।

আয়োজনে আরো যারা ছিলেন বুলবুল হাওলাদার, শিমুল খালাশি, লিটন বেপারী, মামুন, প্রান্ত, ফিরোজ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ আসন গ্রহন করে কুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান অমিত হোসেন কবির, কুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল রহমান, ৪নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোছাদ্দেক আলী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকার হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।