English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৮:৪১

মুস্তাফিজের অস্ত্রোপচার কাল

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের অস্ত্রোপচার কাল

মুস্তাফিজের অস্ত্রোপচার আগামিকাল বৃহস্পতিবার। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বুফা ইংল্যান্ডের ক্রোমওয়েল হাসপাতালে অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধায়নে হবে কাটার মাস্টারের অস্ত্রোপচার।

এরপরই অবশ্য মুস্তাফিজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে আরো দু-তিন দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। মুস্তাফিজের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গত জুনে ভারতীয় ক্রিকেট লীগ (আইপিএল) থেকে ইনজুরি নিয়ে ফিরে আসেন মুস্তাফিজ। এরপর দেশেই চলে এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া। এরপর সুস্থ হলে তাতে কাউন্ট্রি খেলার ছাড়পত্র দেয় বিসিবি। তবে সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলে আবার ইনজুরিতে পড়েন এই পেসার। এরপর ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার জানান, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি ওয়ালেসের অধীনে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয়।