English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৫:৪৭

ইসিবির প্রতিবেদনে নির্ভর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ

অনলাইন ডেস্ক
ইসিবির প্রতিবেদনে নির্ভর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। এ সফরে টাইগারদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।

তবে এর আগে নিরাপত্তা ইস্যু খতিয়ে দেখতে একটি পর্যবেক্ষক দলকে আগামী ১৭ আগস্ট বাংলাদেশে পাঠাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির তিন সদস্যের ওই পর্যবেক্ষক দলের প্রতিবেদনের উপরই নির্ভর করছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসা না আসা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিল্লি হয়ে আগামী ১৭ আগস্ট ৪ দিনের সফরে তিন সদস্যের ইংল্যান্ড নিরাপত্তা দল ঢাকায় আসবেন। এ সময় তারা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।

সম্প্রতি গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শংকা প্রকাশ করে। তবে বিসিবির আশা ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে এবং এ সিরিজ সফল হবে।