English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১০:২২

ইরাকের সঙ্গে ব্রাজিলের ড্র

অনলাইন ডেস্ক
ইরাকের সঙ্গে ব্রাজিলের ড্র

রিও অলিম্পিকে দ্বিতীয় ম্যাচেও সোমবার (৮ আগস্ট) জয় না পেয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক ব্রাজিলকে। দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ড্র করলো স্বাগতিক ব্রাজিল।

অলিম্পিকের প্রথম ম্যাচটিতেও গোলশূন্য ড্র করেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রাজিল। টানা দুই ম্যাচে ড্রয়ের ফলে কঠিন এক সমীকরণের সামনে পড়ে গেল ফুটবল ইতিহাসের সেরা দলটি।

প্রথম দুই ম্যাচেই ড্রয়ের ফলে ব্রাজিলকে পরের রাউন্ডে যেতে হলে এখন অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। সমীকরণটি এমন, ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডেনমার্কের। আর গ্রুপের সবচেয়ে দুর্বল দল ১ পয়েন্ট নিয়ে শেষে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইরাক।

শেষ ম্যাচে যদি ইরাক জয় পায় তাহলে ব্রাজিলকেও জিততেই হবে। এ ছাড়াও ইরাক যদি গোল ড্র করে তাহলে ব্রাজিল গোলশূন্য ড্র করলে বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে।

দ্বিতীয় ম্যাচটিতে ব্রাজিল বেশ কয়েকটি শট নিলেও বেশিরভাগই লক্ষ্যচুত হয়। পুরো ম্যাচজুড়েই কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।