English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৬:০৪

মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়ালেন সিদ্দিকুর

অনলাইন ডেস্ক
মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়ালেন সিদ্দিকুর

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপোস্ট শুরু, টিভির সামনে উপস্থিত লাখো বাঙালী। এরই মধ্যে ১৬তম দেশ হিসেবে রিওর মারাকানা স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ।

অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের হাতে ছিল লাল-সবুজের পতাকা। সিদ্দিকুরের ঠিক পেছনেই ছিলেন সাঁতারু মাহফিজুর রহমান, দ্রুততম মানবী শিরিন আক্তার ও সাঁতারু সোনিয়া আক্তার।

এরপরের লাইনে ছিলেন দ্রুততম মানব মেজবাহ আহমেদ, শ্যুটার আবদুল্লাহ হেল বাকিসহ প্রায় সবাই।

গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। সিদ্দিকুর ছাড়াও বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং), মাহফিজুর রহমান (সাঁতার), সোনিয়া আক্তার (সাঁতার), শিরিন আক্তার (অ্যাথলেটিকস) ও মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস)। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩০৬ স্বর্ণপদকের জন্য লড়াই শুরু হয়ে গেল। পুরুষদের ইভেন্টে ১৬১টি ও নারীদের জন্য ১৩৬টি আর মিশ্র ইভেন্টের নয়টি স্বর্ণপদকের জন্য লড়বেন প্রায় সাড়ে এগারো হাজার অ্যাথলেট।