English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৫:৪৩

ইংল্যান্ডে ফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
ইংল্যান্ডে ফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার

ইংল্যান্ডের ফোর্টিয়াস হাসপাতালে অস্ত্রোপচার করা হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। যা আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) অস্ত্রোপচার দিন ঠিক করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, অস্ত্রোপচারটি করবেন ইংল্যান্ডের ফোর্টিয়াস হাসপাতালের অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। আর সেখানে তার এই অস্ত্রোপচারের বিষয়টি তদারকি করবেন বিসিবি চিকি‍ৎসক দেবাশীষ চৌধুরী।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দেবাশীষ চৌধুরী বলেন, ‘অফিসিয়ালি আমাকে ভিসা করার জন্যে বলা হয়েছে। আমি ইতিমধ্যে ভিসার জন্যে আবেদনও করে ফেলেছি। এখন ভিসা হলেই আমি রওনা হব।’

তার সাথে আর কেউ যচ্ছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানিনা। তবে সম্ভবত আমাকে একাই পাঠাচ্ছে।’