English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৫:২০

সাকিবদের হারিয়ে ফাইনালে গায়ানা

অনলাইন ডেস্ক
সাকিবদের হারিয়ে ফাইনালে গায়ানা

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ফাইনালে ওঠার পথ ঝুঁকিতে পড়ল সাকিব আল হাসানদের জ্যামাইকা তালাওয়াস।

প্রথম প্লে-অফে বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে গায়ানার কাছে ৪ উইকেটে হেরেছে জ্যামাইকা। এদিকে জয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে গায়ানা।

তবে সাকিবরা ফাইনালে যাওয়ার সুযোগ আলো কিছুটা আছে। পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকায় আরেকটি সুযোগ পাবে জ্যামাইকা। দ্বিতীয় প্লে-অফে সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে জয়ী দলের বিপক্ষে তৃতীয় প্লে-অফে খেলবে জ্যামাইকা।

তৃতীয় প্লে-অফে জিততে পারলে ফাইনালের টিকেট পাবে জ্যামাইকা।

সেন্ট কিটসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিবর্ণ ছিল সাকিব। ১৬তম ওভারে ব্যাটিংয়ে নেমে ভালো কিছু করার সুযোগ ছিল সাকিবের। কিন্তু মাত্র ২ রানে থেমে যায় সাকিবের ইনিংস। বোলিংয়ে পূর্ণ ৪ ওভার করলেও ছিলেন উইকেট শূণ্য, খরচ করেছেন ২০ রান।

টসে হেরে ব্যাটিং করতে নেমে জ্যামাইকা তালাওয়াস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক ক্রিস গেইল।

এছাড়া রবম্যান পাওয়েল ২৩, কুমার সাঙ্গাকারা ২০ রান করেন। বল হাতে গায়ানার অধিনায়ক এমরিট ৩০ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন পাকিস্তানের সোহেল তানভীর।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দুবার বৃষ্টির কবলে পরে গায়ানার ইনিংস। তবুও জয় পেতে সমস্যা হয়নি তাদের। ক্রিস লিনের ৪৯ ও সোহেল তানভীরের অপরাজিত ২১ রানে ৪ উইকেট হাতে রেখে জয় পায় গায়ানা। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল গায়ানার। প্রথম ৩ বলে ৩ রান পায় গায়ানা।

তবে চতুর্থ বলে হিসাব পাল্টে দেন তানভীর। স্বদেশী ইমাদ ওয়াসিমের ফুললেন্থ ডেলিভারি লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে গ্যালারিতে পাঠান বামহাতি ব্যাটসম্যান।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন তানভীর।