English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৮:৪৪

ওয়ানডে দল থেকে বাদ ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক
ওয়ানডে দল থেকে বাদ ম্যাক্সওয়েল

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন অসি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন স্টিভেন স্মিথ। দলে ডাক পেয়েছেন ময়সেস হেনরিকস ও শন মার্শ।

 ২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এরপর থেকে দলের সীমিত ওভারের প্রায় সব ম্যাচেই ছিলেন তিনি। প্রথমবারের মতো বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেন মারকুটে এই ক্রিকেটার। 

এদিকে, কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ আগস্ট প্রথম ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, নাথান কোল্টার-নিল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জোস হ্যাজলউড, ময়সেস হেনরিকস, উসমান খাজা, মিচেল মার্শ, শন মার্শ, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।