English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৪:৩৯

মেসি-সুয়ারেজ গোল না পেলেও বার্সেলোনার জয়

অনলাইন ডেস্ক
মেসি-সুয়ারেজ গোল না পেলেও বার্সেলোনার জয়

গত মৌসুমে লা লিগাসহ বেশ কয়েকটি ঘরোয়া লিগের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুতে আবারো নিজেদের সেরা সাড়া জানান স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৩-১ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে সেল্টিকের বিপক্ষে ম্যাচে এক নেইমার ছাড়া বার্সার অন্য সব বড় তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। কিন্তু দীর্ঘ দিনের ছুটি কাটিয়ে এসে গোলের দেখা পাননি বার্সা শিবিরের সবচেয়ে বড় তারকা মেসি। তার সঙ্গে গোলশূন্য ছিলেন দলের আরেক সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজও।  তবে মেসি-সুয়ারেজ গোল না পেলেও জয় নিয়ে ভাবতে হয়নি বার্সেলোনাকে।
 
একাদশ মিনিটে তুরস্কের মিডফিল্ডার তুরানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অবশ্য ম্যাচের ২৯মিনিটে গোলটি শোধ করে দেন স্কটল্যান্ডের ফরোয়ার্ড লি গ্রিফথস।

ম্যাচের ৩১ মিনিটে নাইজেরিয়ার ডিফেন্ডার এফে আম্ব্রোসের আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। রোববার রাতে ম্যাচে ৪১তম মিনিটে তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধে এই ব্যবধানের পর দ্বিতীয়ার্ধেও আরও কিছু গোলের প্রত্যাশা ছিল বার্সা ভক্তদের। কিন্তু শেষপর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।