English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৫:০৩

রোনালদোর অস্বস্তি যায়নি: জিদান

অনলাইন ডেস্ক
রোনালদোর অস্বস্তি যায়নি: জিদান

মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেয় জিনেদিন জিদান। এরই মধ্যে লস ব্লাঙ্কসদের জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে স্প্যানিশ লা লিগায় খুব কাছে গিয়েও ট্রফিটা জিততে পারেননি। এবার হয়তো সেই ঘরে তুলতে মুরিয়া ফরাসি এই কোচ।

কিছু দিন পরই শুরু হতে চলেছে ২০১৬-১৭ মৌসুমের খেলা। ইনজুরির কারণে আসন্ন লা লিগার শুরুর দিকের ম্যাচ মিস করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি সুপার কাপেও পাওয়া যাবে না তাকে।

ইউরোর ফাইনালের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। তাই পর্তুগিজ যুবরাজের জন্য আক্ষেপ ঝরছে রিয়াল মাদ্রিদের বস জিদানের কণ্ঠে।

রোনালদোকে নিয়ে ফরাসি কিংবদন্তি বলেন, সুপার কাপে ক্রিশ্চিয়ানোকে পাওয়া যাবে না। মৌসুমের প্রথম ম্যাচেও ওকে নিয়ে রয়েছে সন্দেহ। তবে সুপার কাপ ও লা লিগার ওই ম্যাচের মাঝখানে ১০ দিন ফারাক। দেখা যাক কী হয়!

রোনালদোর ইনজুরির সার্বিক পরিস্থিতি নিয়ে জিদান বলেন, রোনালদোর অস্বস্তি এখনো যায়নি। তার ইনজুরি সারতে সময় লাগবে এক মাস। তারপর সে প্রস্তুত হবে। কেননা পুরো ফিট না হলে নিজের সেরাটা দিতে পারবে না। মৌসুমের তৃতীয় ম্যাচ থেকে আমরা তাকে পাব। তাকে পাওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ।