English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৫:০৫

সুস্থ অাছেন বশির চাচা

অনলাইন ডেস্ক
সুস্থ অাছেন বশির চাচা

হাজার হাজার দর্শকের মাঝে পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে দর্শক গ্যালারিতে প্রায় দেখা যায় ক্রিকেটপ্রেমি মোহাম্মাদ বশির (বশির চাচা)।

কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই বশির চাচা। । তবে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। এমনটাই জানালেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আলী।

শোয়েব আলী তার ফেসবুকে লিখেছেন, ‌সুস্থ হয়ে উঠেছেন চাচা, সবাইকে সালাম জানিয়েছেন। এর আগেও চাচা অসুস্থ হওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এবং চাচার সুস্থতা কমনায় সকলের কাছে দোয়া চেয়েছেন শোয়েব।

এর আগে বশির চাচা সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন সপ্তাহ চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রে ফিরে সেখানকার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।