English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৪:২৫

চোটে নামেনি ফিজ, পরাজয়ে সাসেক্স

অনলাইন ডেস্ক
চোটে নামেনি ফিজ, পরাজয়ে সাসেক্স

কাঁধে চোট পাওয়ার কারণে গ্লচেস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। আর এ ম্যাচেই মুস্তাফিজকে ছাড়া নেমে গ্লচেস্টারশায়ারের কাছে ৫১ রানে হেরেছে তার দল সাসেক্স।

গ্লচেস্টারশায়ার দেওয়া ২৪৩ রান টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় মুস্তাফিজবিহীন সাসেক্স। এতে ৫১ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে টস জিতে গ্লচেস্টারশায়ারকে ব্যাটিংয়ে পাঠান সাসেক্স অধিনায়ক লুক রাইট।

শুরুটা ভালোই করেছিল সাসেক্স। কিন্তু ক্লিঙ্গারের ৪৬, টম স্মিথের ৪৩ এবং গ্রায়েম ভ্যানের ৩৮ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করে গ্লচেস্টারশায়ার। ক্রিস জর্ডান সর্বোচ্চ তিনটি উইকেট পান। ২৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারেই মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় সাসেক্স। হ্যারি ফিঞ্চ ৮৭ রানে অপরাজিত থাকলেও দলের অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি সাসেক্স। টম স্মিথ গ্লচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন। ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা শোচনীয়ই বলা যায়। পাঁচ ম্যাচ শেষে চারটিতেই হেরে তলানিতে অবস্থান করছে তারা। কোয়ার্টার ফাইনালেও তাদের যাওয়া এক প্রকার অনিশ্চিত বলা চলে।