English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৮:৫৭

মুস্তাফিজের ইনজুরি আবারো মাথা চাড়া

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের ইনজুরি আবারো মাথা চাড়া

‘কাটার মাস্টার’ মুস্তাফিজের পুরানো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছে। কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন বাংলাদেশের এই পেস সেনসেশন।

রোববার (২৪ জুলাই) বিকালে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ টুর্নামেন্টে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু কাঁধে ব্যথা অনুভব কারনে শেষ অব্দি ম্যাচটি খেলা হলো না মুস্তাফিজের।

রোববার দুপুরে হঠাৎ করেই মুস্তাফিজের ইনজুরি সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হতে শুরু করে বাংলাদেশি মিডিয়াগুলোতে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এর সত্যতা মিলছিল না।

তবে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিককে যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং মুস্তাফিজই।

মুস্তাফিজ জানিয়েছেন, কাঁধের পুরানো ব্যথাটাই আবার নতুন করে হচ্ছে। সেখানকার (সাসেক্সের) ফিজিও তার ব্যথা পরীক্ষা করে দেখেছে এবং কাঁধের স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। এক-দুই দিনের মধ্যেই স্ক্যান করানো হবে। এরপরই ইনজুরি কতটা গুরুতর তা বুঝা হয়তো সম্ভব হবে।

তবে কাঁধের এই ব্যথা থেকে গেলে সাসেক্সের হয়ে হয়তোবা বাকি ম্যাচগুলো খেলা হবে না মুস্তাফিজের।