English Version
আপডেট : ২৩ জুলাই, ২০১৬ ১৮:৫০

জ্বলে উঠলেন বোল্ড

অনলাইন ডেস্ক
জ্বলে উঠলেন বোল্ড

অলিম্পিকের আগেই ২০০ মিটারে জিতলেন বোল্ট। শুরুতে অবশ্য পিছিয়ে ছিলেন বোল্ট। তবে ১০০ মিটার পার হতেই সবার আগে চলে আসেন এই জ্যামাইকান। শেষ পর্যন্ত  ১৯.৮৯ সেকেন্ড সময় নিয়েছেন বোল্ট।

টাইমিংটা ঠিক বোল্টসুলভ না হলেও রিও অলিম্পিকের আগে এমন একটি পারফরম্যান্সে বেশ খুশি তিনি। পানামার আলোনসো এডওয়ার্ড আর ইংল্যান্ডের অ্যাডাম জেমিলি ২০.০৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

জয়ের পরও আত্মপক্ষ সমর্থন করে বোল্ট বলেন, আমি এখনো পুরোপুরি ফিট নই। আরো পরিশ্রম করতে হবে আমাকে। তবে আশা করছি তাড়াতাড়ি পুরোপুরিভাবে সেরে উঠবো আমি।

সবশেষে বোল্ট বলেন, আমি এখানে জিততে এসেছিলাম যেমনটা সবসময় করি। জয়ের ব্যাপারে আমি আগের চেয়েও বেশি ক্ষুধার্ত। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গত মাসে জ্যামাইকার জাতীয় ট্রায়াল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

সে সময় বেশ জোরেসোরেই গুঞ্জন উঠেছিল যে, রিও অলিম্পিকে হয়তো থাকবেন না বোল্ট। তবে লন্ডনে সেই শঙ্কাকে উড়িয়ে দিলেন বোল্ট। জানান দিলেন জিততেই রিওতে যাবেন তিনি।