English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৩:৫১

আর্জেন্টিনা কোচ হলে পারিশ্রমিক নেবে না ম্যারাডোনা

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনা কোচ হলে পারিশ্রমিক নেবে না ম্যারাডোনা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ফুটবল-ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। তবে এ জন্য কোনো পারিশ্রমিক নেবেন না তিনি।

চলতি বছর জুনে কোপা আমেরিকার শতবর্ষীয় আসরের ফাইনালে চিলির কাছে শিরোপা হারিয়েছিল আর্জেন্টিনা। দলের ব্যর্থতার পর কোচের দায়িত্ব ছেড়ে দেন জেরোর্ডো মার্টিনো।

সেই থেকে আর্জেন্টিনার প্রধান কোচের পদটি শূন্যই রয়েছে। অচিরেই সেই শূন্যস্থান পূর্ণ করার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ম্যারাডোনার ইচ্ছে, দ্বিতীয় মেয়াদে নিজ দেশের জাতীয় দলের কোচ হবেন। বিনে পয়সায় কোচ হতে রাজি তিনি।

এ প্রসঙ্গে ম্যারাডোনা বলেছেন, ‘দিয়াগো সিমিওনে আর্থিক কারণেই এই চাকরির প্রতি আগ্রহী নন। তবে আমার কাছে অর্থ কোনো বিষয় নয়। আমি বিনা পয়সায় আর্জেন্টিনাকে কোচিং করাব। অনেকেই মনে করে যে আমি খুব ব্যয়বহুল কোচ।

তাহলে মরিনহো, অানচেলত্তি কিংবা সিমিওনের ক্ষেত্রে তারা কী বলবে? তাদের তুলনায় আমি কতটা ব্যয়বহুল তা আমার জানা নেই।

প্রকৃতপক্ষে, আমি কোচিং ক্যারিয়ার মিস করছি। খেলোয়াড়দের নিয়ে প্রতিদিন কাজ করা ও সাংবাদিকদের সঙ্গে লড়াই করার বিষয়টি আমি সত্যিই মিস করছি।’