English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৬ ১৯:২৮

সাগর সাঁতরে মেসিকে দেখলেন

অনলাইন ডেস্ক
সাগর সাঁতরে মেসিকে দেখলেন

সাগরে এক কিলোমিটার সাঁতরে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির সাথে দেখা করলেন সুলি নামের এক ফুটবলপ্রেমি।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন পরিবারের সাথে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় অবকাশ যাপন করছেন। খানিকটা লোকচক্ষুর আড়ালেই রয়েছেন এই বার্সা তারকা। সেখানেও ভক্তের উৎপাত দেখে মুক্তি পাননি আর্জেন্টাইন গ্রেট।

সাগরের এক কিলোমিটার জল সাঁতরে তার সাথে দেখা করতে গিয়েছেন সুলি। মেসির ইয়ট পর্যন্ত সুলির ইচ্ছা ছিল, সেলফি তুলবেন মেসির সাথে। তাকে দেখে খানিকটা বিরক্ত হলেও ভক্তকে নিরাশ করেননি মেসি। কেবল সেলফিই তুলেননি ভক্তকেই খাইয়ে তবেই ছেড়েছেন মেসি। সাথে বিশ মিনিট আড্ডাও দিয়েছেন মেসির সাথে। শুধু তাই নয়, সুলিকে যাতে আবার না সাঁতরাতে হয় সেজন্য তাকে স্পিডবোটে ফেরত পাঠিয়েছেন মেসি। খবর: ডেইলি মেইল