English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৭:৩১

জানা গেল, মোস্তাফিজের ভিসা না পাওয়ার আসল কারণ!

অনলাইন ডেস্ক
জানা গেল, মোস্তাফিজের ভিসা না পাওয়ার আসল কারণ!

আজ নয় কাল। এমন করে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের ইংল্যান্ড ভিসা পাওয়ার দিন। ১৩ জুলাই তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল কিন্তু ভিসা না পাওয়ার ফলে এখনও উড়াল দিতে পারিনী রাণীর দেশে।

সর্বশেষ গতকাল রোববার ভিসা দেওয়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু পেলো না মুস্তাফিজ। ফলে ব্রিটেনের রাণীর দেশে যাওয়া হলো না সাতক্ষীরার বিস্ময়কর ছেলেটির।

কেন ভিসা হচ্ছে না। কেন এত বিলম্ব হচ্ছে? এ বিষয়ে যিনি সবচেয়ে বেশি ওয়াকিবহাল, তিনি বিসিবির লজিস্টিক ম্যানেজার সজিব।

   তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি জানালেন আসল কারণ।

মূলতঃ মোস্তাফিজের ইংল্যান্ড যাওয়ার জন্য ভিসা প্রসেসিং শুরু করার কথা ঈদের আগেই; কিন্তু ঈদের আগে তিনি যুক্তরাজ্যের দুতাবাসে কোন কাগজপত্রই জমা দেননি। ঈদের পর এসে গত সোমবার (১১ জুলাই) ভিসার আবেদন করেন মোস্তাফিজ। কাগজ-পত্রও ওইদিন জমা দেন তিনি।

সজিব জানান, সাধারণত প্রসেসিং শুরু হলে ভিসা হাতে পেতে সময় লাগে ৬ থেকে ৭ দিন। ১১ জুলাই কাগজপত্র জমা দেয়ার পর ৪টি কিংবা ৫টি কর্মদিবস পার হয়েছে। এর মধ্যে আবার একদিন ইন্টারভিউ দিতে হয়েছে মোস্তাফিজকে। এ কারণেই এখনও ভিসা হাতে পাননি তিনি।

আরেকটা বিষয় হলো, বিসিবি থেকে সব ধরনের কাগজ-পত্র দিয়ে দেয়া হয়েছে মোস্তাফিজকে। এসব ক্ষেত্রে ভিসার জন্য নিজেকেই দৌড়াদৌড়ি করতে হয়; কিন্তু মোস্তাফিজ এখনও এসব বিষয়ে এতটা অভিজ্ঞ না হওয়ার কারণেও টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে পারছেন না এবং ভিসা পেতেও বিলম্ব হওয়ার এটা একটা কারণ।

বিসিবির লজিস্টিক ম্যানেজার জানান, আগামীকাল সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যেই ভিসা পেয়ে যাবেন মোস্তাফিজ এবং এরপর যে কোন দিন তিনি ইংল্যান্ড যেতে পারবেন।