English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৯:১৪

মেসি বিনা আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা অনিশ্চিত

অনলাইন ডেস্ক
মেসি বিনা আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা অনিশ্চিত

আর্জেন্টিনার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে জায়গা পাওয়াটা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন দেশটির প্রাক্তন কোচ সিজার লুইস মেনোত্তি। কিন্তু লিওনেল মেসি যদি সেই সময়ে খেলেন তবে সেই ঝুকি খাকবে না বলে জানান তিনি।

গত মাসে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হবার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। তবে মেসির এই ঘোষণাটা মেনে নিতে পারছে না আর্জেন্টিনা।

এই সিদ্ধান্ত বদলে তাকে আবার জাতীয় দলে ফেরার আকুল আবেদন জানিয়ে বুয়েনস এইরেসের রাস্তায় বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন বিপুলসংখ্যক আর্জেন্টাইন সমর্থক। দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে ম্যারাডোনা, পেলের মতো কিংবদন্তি ফুটবলাররাও মেসিকে সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করেছেন।

মেনোত্তি মনে করেন, মেসি বিহীন আর্জেন্টিনা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে সুযোগ নাও পেতে পারে। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকা থেকে মাত্র ৫টি দল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। আর মেসি না ফিরলে আর্জেন্টিনা দলের বাছাইপর্বের বাধা পেরোনোটাই হুমকির মুখে পড়বে। তাতে হয়তো ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্য নিয়েই আমাদেরকে শুরু করতে হবে।’

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।