English Version
আপডেট : ১৬ জুলাই, ২০১৬ ১৮:৪৯

তুরস্কের চ্যারিটি ম্যাচ থেকে মেসির প্রত্যাহার

অনলাইন ডেস্ক
তুরস্কের চ্যারিটি ম্যাচ থেকে মেসির প্রত্যাহার

তুরস্কে চ্যারিটি ফুটবল ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন বার্সোলোনা লিওনেল মেসি। তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার কারণে এই ম্যাচটি বাতিল করলেন মেসি।

এক টুইটার বার্তায় এফসি বার্সেলোনা জানায়, বার্সেলোনার সাবেক ফুটবলার আমন্ত্রণে তুরস্কতে আন্দ্রেস ইনিয়েস্তা ও লিও মেসিদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে তারা এখন স্পেনেই রয়েছেন।

টুইটটিতে আরো বলা হয়েছে, আরদা তুরান, সাবেক কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল ও সাবেক ডিরেক্টর আলেহান্দ্র এচেভারিয়া এই মুহূর্তে তুর্কিতে রয়েছে। তবে তারা বিপদজনক অঞ্চল থেকে দূরে রয়েছেন এবং ক্লাবের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। ধারণা করা হচ্ছিল চ্যারিটি ম্যাচটিতে মেসি ছাড়াও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, নেইমার, দ্রগবা, ম্যারাডোনা, সুয়ারেজ, ইডেন হ্যাজার্ড, ফ্রান্সিসকো টট্টি, মাকেল এসিয়েন, জাভিদের মতো তারকাদের খেলার কথা ছিল। উল্লেখ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনীর একাংশের চালানো অভ্যুত্থানের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। শুক্রবার রাতে শুরু হওয়া সেনা অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।