English Version
আপডেট : ১৫ জুলাই, ২০১৬ ১৪:১০

বার্সেলোনা-রিয়ালের নতুন জার্সি

অনলাইন ডেস্ক
বার্সেলোনা-রিয়ালের নতুন জার্সি

স্প্যানিশ লা লিগার ২ শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। প্রতি বছর নিয়ম করে তারা নতুন রংয়ের ও আকারের জার্সি বাজারে আনে। আর সেই জার্সি গায়ে চাপিয়ে নতুন মৌসুমে ময়দানি লড়াইয়ে নামে ক্লাবের খেলোয়াড়রা। অবশ্য এই জার্সি বিক্রি করে মোটা অঙ্কের টাকা উপার্জন করে ক্লাবগুলো।

আসন্ন মৌসুমের (২০১৬-১৭) জন্য নতুন জার্সি উন্মোচন করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল ও বার্সা। রিয়ালের এবারের হোম এন্ড অ্যাওয়ে জার্সি তৈরি করেছে ক্রীড়া ব্র্যান্ড অ্যাডিডাস। তাদের ঘরের মাঠে জার্সিটি ঐতিহ্যগতভাবে যথারীতি সাদা। কলার রাখা হয়েছে। তবে অ্যাওয়ে জার্সিটি করা হয়েছে বেগুনী রংয়ের। কাঁধের নিচে সাদা রংয়ের স্ট্রাইপ রয়েছে।

রিয়ালের গোলরক্ষকের জার্সিটি করা হয়েছে হালকা সবুজ রং ও কালো স্ট্রাইপের। রিয়ালের আসল জার্সি কিনতে ভক্তদের গুনতে হবে বাংলাদেশি টাকায় ৯ হাজার ৩৮৩ টাকা। আর রেপ্লিকা জার্সি কিনতে হলে খরচ করতে হবে ৭ হাজার ৮১৯ টাকা।

এদিকে বার্সেলোনা তাদের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। নতুন মৌসুমের জার্সি করা হয়েছে গাঢ়ো বেগুনী রংয়ের। বার্সেলোনার জার্সি তৈরি করেছে আরেক বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি। তাদের মোজার রং থাকছে গোলাপী। অপরদিকে বার্সেলোনার ঘরের মাঠের জার্সি আগেরটাই থাকছে (নীল ও লাল রংয়ের স্ট্রাইপ)। বার্সেলোনার আসল জার্সি কিনতে ভক্তদের গুনতে হবে বাংলাদেশি টাকায় ১০ হাজার ৪২৬ টাকা। আর রেপ্লিকা জার্সি কিনতে খরচ করতে হবে ৬ হাজার ৭৭৭ টাকা।