English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৩:৩৯

বাংলাদেশ বিশ্বকাপ জিতবে

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিশ্বকাপ জিতবে

`বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে। ক্রিকেটে এখন বাংলাদেশ একটি পূর্ণ শক্তির দল।` সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

মোস্তাফিজ বলেন, বিশ্ব আসরে এখন শুধু অংশগ্রহণই বড় কথা নয় বাংলাদেশের জন্য। টাইগাররা এখন স্বপ্ন দেখে বিশ্বসেরা হওয়ার।

তাই বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ জেতা এখন আর অসম্ভব কিছু নয়। বাংলাদেশকে নিয়ে অামি বড়ই আশাবাদী। তাই বাংলাদেশকে একদিন বিশ্বকাপ জয়ী দল হিসেবে দেখতে চান তিনি।

আবার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সামনের সময়টা বাংলাদেশের বলে দাবি করেন। বাদ যাননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

চন্ডিকার মতে, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, নাসিরদের সাথে মাশরাফির অধিনায়কত্ব ও তরুণদের আগ্রাসী মনোভাব দলকে বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিবে।