English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৬:৩৯

ফিরে আসবে মেসি

নিজস্ব প্রতিবেদক
ফিরে আসবে মেসি

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে বিশ্বাস করেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী কোচ সিজার মেনোত্তি।

শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে হেরে আর্জেন্টিনার জার্সি গায়ে চতুর্থবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন মেসি। যুক্তরাষ্টের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে ন্যাশনাল টিমে না ফেরার ঘোষণা দিয়ে বসেন মেসি।

কিন্তু সাবেক বার্সেলোনা কোচ মেনোত্তি আত্মবিশ্বাসী যে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন মেসি। ‘স্পোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসির অবসরের বিষয়ে মতামত দেওয়াটা খুব কঠিন। এমন একটা সময় আসবে যখন ন্যাশনাল টিম থেকে অনুপ্রেরণা হারিয়ে যাবে।’

মেনোত্তি আরো বলেন, ‘হাজারো কারণে তা আমি ব্যাখ্যা করতে পারছি না। তার সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। অনেক কিছুতেই সে অভিজ্ঞতা নিয়েছে। আমার বিশ্বাস, দল পরাজয়ের মধ্য দিয়ে গেলে মেসি তার মন পরিবর্তন করবে।’