English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৬:৩২

মাঠে ফিরতে ৫ মাস লাগবে রোনালদোর

অনলাইন ডেস্ক
মাঠে ফিরতে ৫ মাস লাগবে রোনালদোর

দিমিত্রি পায়েতের জোরালো এক ধাক্কা, মাঠে শুয়ে পড়েন রোনালদো। ১৮ মিনিটে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন। সামান্য শুশ্রূষা শেষে ২০ মিনিটে ফিরেছিলেন, কিন্তু মুখ-চোখ দেখেই বোঝা গিয়েছিল, মনের জোরেই ফিরেছেন মাঠে।

অল্পসময়ের পরেই দলের এক আক্রমণে দৌড়াতে গিয়ে টের পেলেন- আর সম্ভব নয় খেলা। ২৫ মিনিটেই আবার মাছের বাইরে। তবে রোনালদোর জন্যই ভালো খেলার প্রেরণা পেয়েছিলেন দলটি।

তাই দিনটি কান্না নয়, হাসিতেই শেষ করলেন রোনালদো। অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে এডারের গোল। ডাগ আউট থেকে যন্ত্রণা ভুলে মাঠে ছুটে এলেন রোনালদো। ক্যারিয়ারে প্রথম কোন মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে যখন আনন্দ করার কথা রোনালদোর, তখন চোট নিয়ে পড়ে থাকতে হচ্ছে তাকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি হয়েছে রোনালদোর। সেক্ষেত্রে অস্ত্রোপচার করা লাগতে পারে রিয়াল তারকার। মাঠে ফিরতে চার-পাঁচ মাস সময় লাগবে তার। যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানানো হয়নি।