English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৫:১৬

বাংলাদেশের প্রতিনিধিত্ব আমার কাছে গর্বের

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রতিনিধিত্ব আমার কাছে গর্বের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিজের জন্য গর্বের বলে মনে করছেন সাকিব। সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলছেন সাকিব। সিপিএল টি-টোয়েন্টি ডটকমকে তিনি বললেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বাংলাদেশের সব মানুষ ক্রিকেট ভক্ত। তারা খেলাটিকে ভালোবাসে। তাই তারা আমাকে সিপিএলে সমর্থন করবে।’

সিপিএলে তিন ম্যাচের দুটিতে জিতেছে সাকিবের দল জ্যামাইকা। অন্যটি হেরেছে তারা। তিন ম্যাচে ২ উইকেট নিয়েছেন সাকিব, দুই ইনিংসে করেছেন ৩২ রান। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দিকে ফিরে তাকালেন সাকিব, ‘আমরা তিনটি ম্যাচ খেলেছি। দুটি জিতেছি, একটা হেরেছি। আমরা এখন ভালো অবস্থায় আছি। পরের ম্যাচ জিতলে সেটা হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

আসরে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বার্বাডোজ ট্রাইডেন্টসের মুখোমুখি হয়েছে সাকিবের দল। বৃষ্টির কারণে জ্যামাইকা তালাওয়াস ও বার্বাডোজ ট্রাইডেন্টস উভয় দলকে ১ পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।