English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৫:০৭

রাজনীতিতে প্রবেশ করবে আফ্রিদি

অনলাইন ডেস্ক
রাজনীতিতে প্রবেশ করবে আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন শহীদ আফ্রিদি। কিন্তু তিনি অবসরে যাননি। তবে ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন আফ্রিদি।

বিবিসি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দেওয়ার আশা রাখি। অবশ্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী এটার বিপক্ষে মত দিচ্ছেন। আমার দৃষ্টিতে রাজনীতিবিদরা হলেন জনগণের সেবক। আমি চাই জনগণের সেবা করতে।’

বর্তমানে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে রয়েছেন আফ্রিদি। সেখানেই বিভিন্ন দাতব্য সংস্থার কাজে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তিনি দাতব্য ও সামাজিক কাজের মাধ্যমেও জনগণের সেবা করতে চান। ‘কল্যাণমূলক সংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ না করেও আমি জনগণের সেবা করতে পারি।’