English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ১৩:৩৬

ইউরোর শিরোপা পর্তুগালে

অনলাইন ডেস্ক
ইউরোর শিরোপা পর্তুগালে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। ইউরোতে এটাই পর্তুগালের প্রথম শিরোপা।

রোববার রাতে সাঁ-দেনিতে ফাইনালে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আঘাত পান রোনালদো। মিনিট পাঁচেক শুশ্রূষার পর অবশ্য মাঠে ফিরেছিলেন পর্তুগালের সেরা খেলোয়াড়। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। ২৫ মিনিটে মাথায় ব্যথা পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। সতীর্থরা তাকে হতাশ করেনি।

অতিরিক্ত সময়ে এদারের চমৎকার গোলে হতাশ স্বাগতিক। ইউরোর ফাইনালের ইতিহাসে এই প্রথম নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হলো না। অতিরিক্ত সময়ে আক্রমণে ধার বাড়ে পর্তুগালের। সেই সুযোগেই পর্তুগিজ ফুটবল ইতিহাসে নাম লেখান এদার। ১০৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল দেন তিনি। সাইড লাইনে রোনালদোর চোখে জল, তৃপ্তি স্বস্তির জল। উল্লাসে মাতে পুরো পর্তুগিজ শিবির। ফাইনালে হারের পর ফরাসি সমর্থকদের জন্য একটাই পাওয়া হয়ে রইলো। আর সেটি হলো আসরে সর্বোচ্চ ৬ গোল করা অ্যান্তনিও গ্রিজম্যানের গোল্ডেন বুট অর্জন।