English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ১১:৩০

ইউরোর ফাইনালের সময়সূচি

অনলাইন ডেস্ক
ইউরোর ফাইনালের সময়সূচি

১০ জুন পর্দা ওঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরোর ১৫তম আসরের। এবারই প্রথম ২৪টি দল ইউরোতে অংশ নেয়।

সেখান থেকে ১৬টি দল ওঠে নকআউট পর্বে। তারপর ৮টি দল জায়গা পায় কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে যোগ্যতার প্রমাণ দিয়ে সেমিফাইনালে উঠে ৪টি দল। তারা হল পর্তুগাল, ওয়েলস, জার্মানি ও ফ্রান্স।

৬ জুলাই প্রথম সেমিফাইনালে ওয়েলসে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। আর ৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক ফ্রান্স। শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে পতুর্গাল ও ফ্রান্স। আগামী ১০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো-২০১৬ এর।

তার আগে চলুন দেখে নিই ইউরোর ফাইনালের সময়সূচি।

ম্যাচ                       মুখোমুখি                                    বাংলাদেশ সময়

ফাইনাল                   পর্তুগাল-ফ্রান্স                               রাত ১টা

শেষ ষোলোতে উঠেছিল-

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ওয়েলস ও স্পেন।

সেরা তৃতীয় স্থানধারী হিসেবে শেষ ষোলোতে আসে-

নর্দার্ন আয়ারল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড ও স্লোভাকিয়া।

গ্রুপপর্ব থেকে বিদায় নেয়-

আলবেনিয়া, চেক রিপাবলিক, রোমানিয়া, রাশিয়া, সুইডেন, তুরস্ক ও ইউক্রেন।

নকআউট পর্ব থেকে বিদায় নেয়-

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড ও স্পেন।

সেমিফাইনালে উঠেছে- পর্তুগাল, ওয়েলস, জার্মানি ও ফ্রান্স।

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে - ওয়েলস ও জার্মানি

ফাইনাল খেলবে - পর্তুগাল বনাম ফ্রান্স।