English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১৪:২১

ইউরোর ফাইনালে ফ্রান্স

অনলাইন ডেস্ক
ইউরোর ফাইনালে ফ্রান্স

আঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলের সুবাদে ইউরোর ফাইনালে উঠেছে ফ্রান্স। সেমিফাইনালে তারই দেওয়া গোলে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিক দেশটি। আগামী রোববারের ফাইনালে তারা মুখোমুখি পর্তুগালের।

তবে ফ্রান্স জিতলেও মাঠের দাপটে এগিয়ে ছিল জার্মানি।  পেনাল্টি বক্সে উড়ে আসা বল ঠেকাতে হাত ওপরে উঠে যায় জার্মান অধিনায়ক বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের। আর তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধের শেষ মিনিটের ঘটনা এটি। আর পেনাল্টি থেকে গোল করতে মোটেও অসুবিধা হয়নি গ্রিজমানের।

তবে রেফারির ওই সিদ্ধান্তটি নিয়ে কিছুটা প্রশ্ন দেখা দেয়, অনেকের ধারণা একটু কঠোর সিদ্ধান্তই দিয়েছেন জার্মানদের বিরুদ্ধে। তবে রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে শোয়েইনস্টাইগারের হাতেই বল লেগেছিল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

গোল পরিশোধে মরিয়া জার্মানি দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে ফ্রান্সের রক্ষণভাগকে। কিন্তু গোলের দেখা মিলেনি তাদের। কখনো গোলপোস্টে লেগে প্রতিহত হয়েছে, কখনো ফ্রেঞ্চ রক্ষণভাগের দেয়ালে আটকে গেছে, কখনো মুলার-ওজিল-ড্রেক্সলারদের ভুল। ফলে গোলের দেখা মিলেনি তাদের।ভাগ্য যেন কিছুতেই সহায় হচ্ছিল না তাদের।

উল্টো ফের ভুলের মাশুল গুনতে হয়েছে তাদের। স্রেফ নিজেদের মধ্যে বল আদান প্রদানের ফাঁকে গোল হজম করে ফাইনালে উঠার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় জার্মানদের।

নিজেদের বক্সে ব্যাকপাস দিতে গিয়ে পগবার পায়ে বল তুলে দেন জার্মানির কিমিচ। বক্সের ডান প্রান্ত থেকে পগবার ক্রস ফেরাতে গিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। কিন্তু বল ঠিকমতো ধরতে পারেননি তিনি। বলটা চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা গ্রিজমানের কাছে। সামান্য আলতো ছোঁয়ায় বল জালে জড়াতে মোটেও ভুল হয়নি তার। গ্রিজমানের জোড়া গোলে জয়োল্লাসে মেতে উঠে পুরো স্টেডিয়াম।

রবিবারের ফাইনালে শেষ হাসি কে হাসবে? গ্রিজমান না রোনালদো? সে উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই!