English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৬ ১৭:০২

অস্কার পিস্টোরিয়াসকে ৬ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
অস্কার পিস্টোরিয়াসকে ৬ বছরের কারাদণ্ড

বান্ধবী রিভা স্টিনকাম্পকে হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

এরআগে এই মামলায় পিস্টোরিয়াসকে 'অনিচ্ছাকৃত নরহত্যার' দায়ে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। কিন্তু গত বছরের ডিসেম্বরে বাদীপক্ষ আপিল করলে আবারো এই মামলায় শুনানি হয়। আপিলে তার বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ২৯ বছরের পিস্টোরিয়াস বাথরুমের বদ্ধ দরজার বাইরে থেকে বান্ধবী রিভাকে গুলি করেন। পরে তিনি গুলি করার কথা স্বীকার করলেও বাথরুমের ভেতরে রিভা থাকার কথা জানতেন না বলে দাবি করেন। আদালতে পিস্টোরিয়াস বলেন, ভেবেছিলাম ভেতরে কোন অনুপ্রবেশকারী লুকিয়ে আছে। ভয় পেয়ে আত্মরক্ষার্থে গুলি করি।

দীর্ঘ শুনানির পর বুধবার মামলার বিচারক থোকোজাইল মাসিপা বলেন, 'পিস্টোরিয়াসের শারীরিক অবস্থা বিবেচনা ও ঘটনায় জন্য অনুতপ্ত হওয়ায় তার ১৫ বছরের কারাদণ্ড কমিয়ে ৬ বছর করা হল। আদালত রায় ঘোষণার পর পিস্টোরিয়াসকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ধাতব পা লাগিয়ে ৪০০ মিটার দৌড়েছিলেন পিস্টোরিয়াস। এরপর থেকে তিনি ‘ব্লেড রানার’ হিসেবে পরিচিত। খবর- রয়টার্স ও বিবিসি