English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ১৫:৫৭

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত: ইয়ান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত: ইয়ান

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।

কিন্তু ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড। শুক্রবারের হামলার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে সফরের কথা বিবেচনা করবে।

অধিনায়ক ইয়ান মরগান সোমবার (৪ জুলাই) গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা রয়েছে। আমরা সব সময় বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ করি। তারা প্রতিবেদন তৈরি করে, নিজস্ব প্রতিনিধি প্রেরণ করে জায়গাটি নিরাপদ কি না, তা বের করে। এরপর খেলোয়াড়দের মত গ্রহণ করে। তবে এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা রয়েছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনে করেন ইংল্যান্ড সফরে নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি থাকবে না। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ইংলিশ দলটিকে।

সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,‘প্যারিসে আক্রমণের পর কিন্তু ওখানে খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে বলে আমি বিশ্বাস করি। এ ছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না। তারপরও আমরা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’