English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১২:১৭

নিরাপত্তা নিশ্চিত হলে খেলা বন্ধের সুযোগ নেই

অনলাইন ডেস্ক
নিরাপত্তা নিশ্চিত হলে খেলা বন্ধের সুযোগ নেই

রাজধানী গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনার পর অনিশ্চয়তার মুখে পড়েছে ইংল্যান্ড-বাংলাদেশের মধ্যেকার ক্রিকেট সিরিজ। কেননা ওই ঘটনার পরে ইংলিশ ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে দেখা দিযেছে শঙ্কা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি অনুষ্ঠিত হবে শেষ অব্দি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন পাপন। রোববার (৩ জুলাই) গুলশানস্থ নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। সেখানেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পাপন বলেছেন, ‘এই পরিস্থিতে ইংল্যান্ড যে প্রতিক্রিয়া দিয়েছে আমরা যদি ওদের জায়গায় থাকতাম, তাহলে একই বিষয় অনুসরণ করতাম। তবে প্যারিসে হামলার পরও ওখানে খেলা বন্ধ হয়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে বলে আমি বিশ্বাস করি। এ ছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে যে কোনো দেশেই খেলা বন্ধ হওয়ার সুযোগ নেই।’