English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৬ ০৪:১১

অনিরাপদ হলে সফর বাতিল করবে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
অনিরাপদ হলে সফর বাতিল করবে ইংল্যান্ড

ঢাকায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার (২ জুলাই) নিরাপত্তার শঙ্কায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। 

ইসিবি’র একজন মুখপাত্র বলেছেন, সফরের আগে যদি তাদের বা ব্রিটিশ সরকারের কাছে বাংলাদেশকে অনিরাপদ মনে হয় তবে সফর বাতিল করতে আমরা প্রস্তুত।

খেলোয়ার এবং ম্যানেজমেন্টের নিরাপত্তা ইসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহ এবং মাসগুলোতে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মূল্যায়ণ করা হবে।

ইংল্যান্ড দলের সফরকে ঘিরে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে দেখা হবে। ফরেইন এন্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) সাথে গভীরভাবে আমাদের কাজ অব্যাহত রাখবো। আমাদের নিরাপত্তা পরিচালক রেগ ডিকসন বা এফসিও যদি পরামর্শ দেয় যে, পরিবেশ গ্রহণযোগ্যভাবে নিরাপদ নয়, তবে আমরা যথাযথ পদক্ষেপ নেবো।

৩ টি ওয়ানডে এবং ২ টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ১ মাসের সফরে সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের, যা ২০১০ সালের পর দেশদুটির প্রথম দ্বিপক্ষিয় সিরিজ। এর আগে গত বছরের অক্টোবরে ক্রিকেট অস্ট্রেলিয়াও নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছিলো।